জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা বলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলাম। নামাজ পড়ে দোয়া করেছি ছাত্রদের জন্য। কিন্তু বিএনপি আন্দোলন নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। জাপা চেয়ারম্যান বলেন, আমরা সুশাসন দিয়েছিলাম। দখলদারিত্ব করিনি। উন্নয়ন, সংস্কার করেছি। এর ফলে এরশাদ বডিগার্ড নিয়ে চলতেন না।
তিনি বলেন, আমরা সঠিক বিচার পাচ্ছি না। বারংবার কবর দেওয়ার পরও আমরা উঠে এসেছি। জনগণের মনে আমাদের যে স্থান আছে, তা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কারও প্রটেকশন আমরা পাই না। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের অপরাধী করা হচ্ছে। দেশের জনগণের সঙ্গে আমরা থাকবো। জাতীয় পার্টি এগিয়ে যাবে।
জাপা চেয়ারম্যান বলেন, যারা এখনো পানিতেই নামেনি, তারা এখন আমাদের বিরুদ্ধে নানা কথা বলছে। তাদের ধারণা, জাতীয় পার্টির ধ্বংস হলে তাদের ভোটগুলো আমরা পাব। পলিটিক্সে তাদের ম্যাচুরিটি আসেনি, যারা এ কথা বলে।
এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শুক্রবার বেলা ১১টায় বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি।
আকাশজমিন/আরআর