বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

বিমান থেকে নামতে গিয়ে পা ভাঙল জারদারির

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ ২:১৩ pm

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মূলত বিমান থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং এতে তার পায়ের হাড় ভেঙে গেছে।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের এই প্রেসিডেন্টকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। গত বুধবার (৩০ অক্টোবর) দুবাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পায়ের হাড় ভেঙে গেছে। প্রেসিডেন্ট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনার পর প্রেসিডেন্ট জারদারিকে অবিলম্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর পায়ে প্লাস্টার কাস্ট প্রয়োগ করেন।

মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট জারদারির পায়ে চার সপ্তাহের জন্য ওই প্লাস্টার কাস্ট থাকবে এবং তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার পর প্রেসিডেন্ট জারদারিকে তার বাসভবনে স্থানান্তরিত করা হয়।

এদিকে পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে ফোন করেছেন এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির খোঁজ-খবর নিয়েছেন। বিলাওয়ালের সাথে টেলিফোনে কথোপকথনের সময় জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন ফজল।

এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আগামী সোমবার থেকে চার দিনের সফরে চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে তিনি বেইজিংয়ে যাবেন না। কূটনৈতিক সূত্র অনুসারে, এই সফরটি ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল এবং এই সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও বৈঠকের কথা ছিল জারদারির।

ওই বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) পাশাপাশি পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে তাদের আলোচনা করার কথা ছিল।

 

একইসঙ্গে ওই সফরের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট জারদারির সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতেও যোগ দেওয়ার কথা ছিল। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, প্রেসিডেন্ট জারদারি হয়তো আগামী মাসে চীন সফর করতে পারেন।

আকাশজমিন/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD