বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয় জাতীয় যুব দিবস উদযাপন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ ২:১৮ pm

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলড়্গে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সদ্যসমাপ্ত করা প্রশিড়্গণার্থী যুবক-যুবনারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসকল কর্মসূচি বা¯ত্মবায়ন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

আলোচনা সভা শেষে যুবক-যুবনারীর মাঝে যুবঋণ বিতরণ করা হয়। তাছাড়া সদ্যসমাপ্ত করা প্রশিড়্গণার্থী যুবক-যুবনারীদের হাতে সনদপত্র তুলেদেন অতিথিবৃন্দ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষিত যুবক-যুবনারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে এই দিবসটি উদযাপন উপলড়্গে ‘ভূরদী হাজীবাড়ী যুবকল্যাণ সংস্থা’ ও ‘নকলা মানবিক সহায়তা যুব সংস্থা’র মতো বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে।

আকাশজমিন/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD