পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবীতে গণ অধিকার পরিষদের ঝটিকা মিছিল। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকা থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু,সদস্য সচিব মো:শাহাজালাল এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ।
এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টি বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দোসর ছিল। তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। তাদেরকে নিষিদ্ধ করতে হবে।
আকাশজমিন/আরআর