সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

বিনামূল্যে ই-সিগারেট দিচ্ছে ব্রিটেন!

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৫:১৮ am

আকাশজমিন ডেস্কঃ
ব্রিটেনের জনগণকে বিনামূল্যে ১০ লাখেরও বেশি ই-সিগারেট দিচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার থেকেই এই প্রকল্প চালু হবে বলে আশা করা হচ্ছে। জনসংখ্যা ও আয়তনের বিচারে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রাজ্য ইংল্যান্ডে আপাতত এই প্রকল্প চালু হবে। পরে ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডেও এটি শুরু করার পরিকল্পনা আছে সরকারের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেইল ও’ব্রায়েনের এই বিতরণ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনে মন্ত্রী যে বক্তব্য দেবেন, তার একটি খসড়া অনুলিপিও বিবিসিকে সরবরাহ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেই খসড়া অনুযায়ী—উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলবেন, ‘নিয়মিত সিগারেট সেবন করেন— এমন প্রতি তিনজন ধূমপায়ীর মধ্যে ২ জনই ধূমপানজনিত নানা অসুখে ভুগে মারা যান। সিগারেট হচ্ছে খোলাবাজারে বিক্রি হওয়া একমাত্র পণ্য, যা নিশ্চিতভাবে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। চলতি বছর আমরা ১০ লাখেরও বেশি নিয়মিত ধূমপায়ীকে ধূমপান ত্যাগ করতে সহযোগিতা করতে চাই। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এসব ই-সিগারেট বিতরণ করা হবে।’স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে সম্পূর্ণ সিগারেটমুক্ত করতে চাইছে দেশটির সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিতরণ করা হবে এসব ই-সিগারেট। এছাড়া সিগারেটের প্যাকেটে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরা ও জনগণকে ধূমপানে নিরুৎসাহিত করতেও কোম্পানিগুলোকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ব্রিটেনে দিন দিন ই-সিগারেটের জনপ্রিয়তা বাড়ছে। সাধারণ লোকজনের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, ই-সিগারেট সাধারণ সিগারেটের চেয়ে কম ক্ষতিকর। কিন্তু দেশটির বিভিন্ন শহরে অনুমোদনহীন অনেক দোকান গজিয়ে উঠেছে, যেগুলো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের কাছে ই-সিগারেট বিক্রি করছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই এসব দোকান উচ্ছেদ করতে দেশজুড়ে অভিযান চালানো হবে।
আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD