আকাশজমিন ডেস্ক
ভারতের পাঞ্জাবের সামরিক ঘাঁটির ভেতরে হামলার খবর পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) ভোরের ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং অনুসন্ধান চলছে। তবে এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ভোর সাড়ে চারটে নাগাদ পাঞ্জাবের ভাটিন্দার সামরিক ঘাঁটিতে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চার জন মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। তাৎক্ষণিক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ভোর ৪টা ৩৫ মিনিটে সেনা ছাউনির ভেতরে এ ঘটনা ঘটে। ‘ক্যুইক রিঅ্যাকশন টিমকে মোতায়েন করা হয়েছে।
ভাটিন্দার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা এনডিটিভিকে বলেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। কিন্তু সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, সেনাবাহিনীর অভ্যন্তরণী বিষয় হতে পারে। সূত্র: এনডিটিভি
আকাশজমিন/আরজে