সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

সুপারি চুরি ঘটনায় সালিশে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ১২:৫৭ am

আকাশজমিন ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে সুপারি চুরি যাওয়ার ঘটনায় কীটনাশক পানে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই বৃদ্ধ বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি দক্ষিণটারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এলাকাবাসী জানান, গাছের সুপারি চুরি যাওয়ায় একই এলাকার পায়েলকে সন্দেহ করে প্রতিবেশী নূরল তার বাড়িতে যান।

ওই পাড়ার কালামও সেখানে উপস্থিত হয়ে পায়েলকে উদ্দেশ করে হুমকি-ধামকি দেন। এ সময় প্রমাণ ছাড়া সন্দেহ করে প্রতিবেশীকে অপবাদ দেওয়ায় আব্দুল হামিদ এ ঘটনার প্রতিবাদ জানান। এতে কালামের সঙ্গে হামিদের কথা কাটাকাটি হয়।
পরে কালাম থানায় অভিযোগ দেন। পুলিশ ওই বৃদ্ধকে খোঁজায় এলাকার মাতব্বররা সোমবার সকালে সালিশ বৈঠকে বসেন। সেখানে প্রতিপক্ষের হাত-পা ধরতে রাজি না হয়ে তিনি বিষপান করেন। রংপুর মেডিকেলে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার এসআই মোফাজ্জল জানান, হামিদের বিরুদ্ধে কালামের দেওয়া প্রসিকিউশন মামলা তদন্তাধীন রয়েছে।

ওসি রাজীব কুমার রায় জানান, মৃত হামিদের পরিবারের লোক থানায় এসেছেন। তারা কী চায় তার ওপর বিষয়টি নির্ভর করবে। লাশ রংপুর মেডিকেলে রয়েছে।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD